Zissan Alam: ঘাসপোকাদের সঙে নিয়ে নিশ্চিন্তপুরে তুই যখন আত্নশুদ্ধতার পরিকল্পনা করছিলি. . . . .
Zissan Alam: তখন আমি বাক্সভরা অতীত নিয়ে একাকিত্বে ধুকছিলাম. . . . .
Zissan Alam: তারপর একদিন নবজাতকের সদ্য ফোটা চোখের মতো একফালি রোদের নরম স্পর্শে হুট করেই তুই শঙ্খচিল হয়ে গেলি তারপর থেকেই তুই স্বাধীনভাবেই উড়ছিস. . . . .
Zissan Alam: অথচ দৃষ্টিকটু নাগরিক সভ্যতায় ব্যার্থ হয়ে আমি তখন সবকিছু ছেড়ে চলে যাচ্ছিলাম। . . . .
Zissan Alam: তারপর দীর্ঘদিন অনুপস্থিত থেকে তুই যখন ফিরে এলি ততদিনে আমি ১টা কৃষ্ণচূড়া গাছে রুপান্তরিত,অতঃপর হতাশ হয়ে তুই পাখা গুটিয়ে চলে গেলি. . . . .
Zissan Alam: অথচ আমার লালরঙা ফুলের সবুজ অনুভূতিগুলো, এখনো মধ্যরাতের নীরেট অন্ধকারে তোর মতো একটা বৃষ্টির অপেক্ষায় থাকে।