KShoyeb:
তপ্ত দুপুরে চোখের নোনতা জলের দাগ থাকতে থাকতেই অপটু হাতে আবার নৌকার হাল ধরতে প্রস্তুত নবীন মাঝি
KShoyeb:
এই আলোয় হাঁটছো একা, সঙ্গী কর আমায় তুমি। বেয়াড়া যত মেঘের ছায়া, করছে চুরি স্বপ্নভূমি নীলের আকাশ গোলাপী হলে, ইচ্ছে ঘুড়ি যাচ্ছে চলে সূতোর বাঁধা ছাড়িয়ে আকাশ, অন্য ভূবন দেখবে বলে।
KShoyeb:
মন্দ ভালো নেইকো কিছুই, আকাশ মাথায় বাউল হয়ে দাড়িয়ে থাকায়, ওপর নীচে ডাইনে বামে আমার থেকেই আমায় ভাগায় ......আমায় ভাগায় ....আমায় ভাগায়
KShoyeb:
যাবো না তোদের মঞ্চে, আমার ক্যানভাস গ্রামে গঞ্জে। আমি যেমন, আমাকে পারলে তেমনই নিক; শত টিলটিল গারদের - আমি পালাব বাকায়ে শিক।।
KShoyeb:
মেঘ বলেছে 'যাব যাব', রাত বলেছে 'যাই', সাগর বলে 'কূল মিলেছে-- আমি তো আর নাই' ॥ দুঃখ বলে 'রইনু চুপে তাঁহার পায়ের চিহ্নরূপে', আমি বলে 'মিলাই আমি আর কিছু না চাই' ॥