chobiwala2012: আজো তুমি নিজে হয়তো-বা করিবে রচন মোর স্মৃতিটুকু দিয়ে স্বপ্নাবিষ্ট তোমার বচন। ভার তার না রহিবে, না রহিবে দায়। হে বন্ধু, বিদায়। —
chobiwala2012: আমার ছায়াতে তোমার হাসিতে মিলিত ছবি, তাই নিয়ে আজি পরানে আমার মেতেছ কবি। পদে পদে তব আলোর ঝলকে ভাষা আনে প্রাণে পলকে পলকে, মোর বাণীরূপ দেখিলাম আজি, নির্ঝরিণী- তোমার প্রবাহে মনেরে জাগায়, নিজেরে চিনি।’ -
chobiwala2012: বাহ্যিক সৌন্দর্য যেখানে ভালবাসার মাপকাঠি, সেখানে উনুনের আগুনে চাল সেদ্ধ হয়- খই ফোটেনা------- তুমি কেনো বোঝনা......... -----অমিত লাবণ্য —
chobiwala2012: অমিত বলে, ... “যে পক্ষের দখলে শিকল আছে সে শিকল দিয়েই পাখিকে বাঁধে, অর্থাৎ জোর দিয়ে। শিকল নেই যার সে বাঁধে আফিম খাইয়ে, অর্থাৎ মায়া দিয়ে। শিকলওয়ালা বাঁধে বটে, কিন্তু ভোলায় না; আফিমওয়ালী বাঁধেও বটে, ভোলায়ও...............!!!"
chobiwala2012: "তোমারে যা দিয়েছিনু সে তোমারই দান, গ্রহণ করেছ যত ঋণী তত করেছ আমায়। হে বন্ধু্‌, বিদায় ! "